মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে ‘বাংলাদেশ সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১’র যুক্তরাষ্ট্র শাখা।
সংগঠনটির সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারীর সঞ্চালনায় ৯ মার্চ অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।
রাজাকারদের তালিকা তৈরির জন্যে উত্থাপিত দাবির সাথে একাত্মতা প্রকাশের পাশাপাশি ফোরামের যুক্তরাষ্ট্র শাখাকেও পুনর্গঠিত করা হয়েছে।
২০ এপ্রিল ঢাকায় জাতীয় সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি প্রেরণের ব্যাপারেও আলোচনা হয়েছে।
আগামী ৩১ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তা অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে সন্ধ্যা ৭টায়।
নিউইয়র্কের বিভিন্ন সংগঠন/সংস্থার প্রতি অনুরোধ জানানো হয়, মুক্তিযোদ্ধা হিসেবে কাউকে অতিথি করা কিংবা সম্মান জানানোর আগেই যেন তারা অনলাইনে যাছাই করে নিশ্চিত হন তার পরিচয় সম্পর্কে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ভ্রমণ করেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। যাকে সম্মানিত করতে চান, তার কাছে থেকেই জেনে নিতে পারেন প্রকৃত নাম ও তালিকার ক্রমিক। ভারতীয় তালিকাকে অগ্রাধিকার দেয়া উচিত, কারণ সেটি তৈরি হয়েছে যুদ্ধকালীন রণাঙ্গন থেকে।
ফোরামের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, সকলের সহযোগিতা এবং অনুপ্রেরণায় আমরা বিগত দিনগুলোতে মহান মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং মুল্যবোধ সমুন্নত রেখে বিভিন্ন কর্মসূচি পালনে সক্ষম হয়েছি। আমাদের মুক্তিযুদ্ধের ৫০ বছর অতি সন্নিকটে, সবাইকে নব উদ্যমে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ বলেন, আপনাদের সকলের ঐকান্তিক চেষ্টায় এবং সার্বিক সহযোগিতায় আমরা অভিভূত। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহান মুক্তিযুদ্ধের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে ২০২১ সালে যে কর্মসূচি নেয়া হবে সেটি সফল করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও প্রবাসে নতুন প্রজন্মসহ সকলের কাছে তুলে ধরার মাধ্যমে বঙ্গবন্ধু এবং তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
বিস্তারিত আলোচনা শেষে ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক শুভ রায়, প্রচার সম্পাদক-শাহ্ জে চৌধুরী, কোষাধ্যক্ষ- আব্দুল আলীম খান আকাশ, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম এবং কানু দত্ত। সকলকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, আন্তর্জাতিক নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, সাংস্কৃতিক সম্পাদক উইলী নন্দী, নির্বাহী সদস্য আবুল কাশেম প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক শুভ রায় মহান স্বাধীনতা দিবসে সকল মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের বাঙালির উপস্থিতি কামনা করেন। শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা