বাংলার ঋতুরাজ বসন্তকে বরণে অস্ট্রেলিয়ার সিডনির মিন্টুর রনমোর কমিউনিটি সেন্টারে ফাগুন হাওয়া মেলা অনুষ্ঠিত হয়েছে। দ্য ফ্রেন্ডস ইভেন্ট এর উদ্যোগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ফাগুন হাওয়া মেলাতে কবিতা, নাচ, গান, মডেলিংয়ে মুগ্ধ হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে উপস্থাপনা করেন সাখায়াৎ নয়ন, তান্মি পারভেজ ও নাছরিন পলি।
অনুষ্ঠানে বক্তব্য দেন কাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ ব্রিটিসিভিক কাউন্সিলর মাসুদ চৌধুরী, লেবার এমপি আনোলাক প্রমুখ।
রকমারি খাবার এবং বাংলাদেশি পোশাকের স্টলগুলোতে ছিলো উপচেপড়া ভিড়। রনমোর সেন্টার পরিণত হয়েছিলো এক টুকরো বাংলাদেশে। ফাগুন হাওয়া মেলার আয়োজনে ছিলেন অস্ট্রেলিয়া কমিউনিটির পরিচিত মুখ আবিদা আসওয়াদ, নাছরিন পলি, তিসা তানিয়া ও পপি কবির।
বিডি প্রতিদিন/ফারজানা