নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু'টি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছেন। বর্বরোচিত এই হামলায় নিহত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের মৃত নুর উদ্দিনের মেয়ে হুসনে আরা পারভীন।
তার স্বজনরা জানিয়েছেন, পারভীনের লাশ দেশে না আসার সম্ভাবনাই বেশি।
শনিবার পারভীনের বড় ভাই নিজাম উদ্দিন বলেন, পারভীনের স্বামী ফরিদ উদ্দিন আহমদ প্যারালাইজড। তিনি হুইল চেয়ারে করে চলাফেরা করেন। পারভীনের লাশ নিয়ে দেশে আসার মতো অবস্থা তার নেই। এছাড়া পারভীনের একমাত্র মেয়েও সেখানে স্থায়ীভাবে বসবাস করছে। তার মায়ের কবর যদি নিউজিল্যান্ডেই দেয়া হয়, তবে মন টানলে সে কবর দেখতে যেতে পারবে। বাংলাদেশে এনে কবর দেয়া হলে পারভীনের মেয়ে এই সুযোগটা পাবে না।
এদিকে, হুসনে আরা পারভীনের মৃত্যুতে শোকে স্তব্ধ তার আত্মীয়-স্বজনরা। শোকাহত তার স্বামী ফরিদ উদ্দিন আহমদের সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর মিরেরচক গ্রামের বাড়ির স্বজনরাও।
পারভীনের ভাইপো মনিরুজ্জামান বলেন, ফুফুকে এভাবে বিদায় নিতে হবে তা আমাদের কল্পনায়ও ছিল না। এই শোক কীভাবে সহ্য করবো আমরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন