প্রবাসী দর্শকদের প্রত্যাশা পূরণে অতীতের মতো ভবিষ্যতেও দেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেলটি ভূমিকা রাখবে। প্রবাসীদের পাশে থেকে তাদের চাওয়া-পাওয়াগুলো তুলে ধরবে। যমুনা টেলিভিশনের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করলেন ওমান প্রবাসীরা।
মাস্কাটের আল হিল আনোয়ার আল খালিজ ইসমাঈল হোটেলের বলরুমে কেক কাটা ও আলোচনা সভায় যমুনা টেলিভিশন দর্শক ফোরাম ওমান এই আহ্বান জানান।
ফোরামের আহ্বায়ক এইচ এম ইসমাঈল হোসাইনের সঞ্চালনায় বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সভাপতি এইচ এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি সিআইপি ইয়াছিন চৌধুরী,
এবং ওমান আওয়ামী লীগ, ওমান বিএনপি, চট্টগ্রাম সমিতি ওমান, মিরসরাই সমিতি ওমানসহ ওমানের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/০৮ এপ্রিল ২০১৯/আরাফাত