ওয়াশিংটন ডিসি'র নামে আমেরিকায়, বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন থাকলেও, মূলত সেগুলো ভার্জিনিয়া কিংবা মেরিল্যান্ড অধিবাসীদের সংগঠন।
এই প্রথম ওয়াশিংটন ডিসি'র অধিবাসীরা 'বন্ধন' নামে একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটালো।
গতকাল রাতে আনিসুর রহমান মিঠুর সভাপতিত্বে এ সংগঠনের প্রথম সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। সভাপতির সমাপ্তি বক্তব্যের সময় তিনি আগামী দুই বছরের জন্য কমিটি ঘোষণা করেন।
'বন্ধন' বাংলাদেশের জাতীয় দিবস পালনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে।
সংগঠনটির সভাপতি হিসেবে জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আওলাদ হোসেন মামুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন