ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে মহান বিজয় দিবস পালন করেছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।
এ উপলক্ষে রবিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্থানীয় একটি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সভায় ইউরোপ আওয়ামী লীগের বিভিন্ন দেশের কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ।
এ সময় বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল কবির, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম সাবু, সুইজ্যারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সুইজ্যারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, ইতালি আওয়ামী লীগ সহ-সভাপতি আবু সাইদ খান, জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, অস্ট্রিয়া আওয়ামী লীগের আহমেদ ফিরোজসহ অস্ট্রিয়া, ইতালি, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, হল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মান, ফিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা