লেবাননের জাহেলিতে ক্রেন থেকে ভারী লোহা পড়ে মামুনুর রশীদ (৩১) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
মামুনুর রশীদ ফরিদপুরের নগরকান্দা থানার মাসুদ মোল্লার একমাত্র সন্তান।
জানা যায়, মঙ্গলবার সকালে কোম্পানিতে কর্মরত অবস্থায় ক্রেন থেকে ভারী লোহা পড়লে মারাত্মক জখম হন মামুনুর রশীদ। পরে সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে আছে।
বিডি প্রতিদিন/হিমেল