কানাডার টরন্টোতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পদক প্রদান করা হয়েছে। ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে টরন্টোর ৯ ডজ রোডস্থ রয়েল কানাডিয়ান রিজিয়ন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পদক প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি কানাডার ন্যাশনাল এথনিক প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের প্রেসিডেন্ট থমাস সারাস।
অনুষ্ঠানরে প্রথম পর্বে সভাপতিত্ব করেন আরিফ আহমদ এবং পরিচালনা করেন জাকারিয়া রশিদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি জনাব মঈন চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা মোহাম্মদ মাসুক মিয়া, রেশাদ চৌধুরী, আহাদ খন্দকার, অধ্যাপক আতাউর রহমান, মিলাদ চৌধুরী, মোহাম্মদ আলী শাওন, কামিল হোসেন, ডঃ হানিফ উদ্দিন।
পদক প্রাপ্তরা হলেন- মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুক মিয়া, মুক্তিযোদ্ধা মরহুম আতিকুল হোসেন (মরণোত্তর), রিমন মাহমুদ (বিসিসিবি), ইমান উদ্দিন ( বিআইইএস) সমাজসেবক রেশাদ চৌধুরী, ব্যারিস্টার ওয়াসীম আহমদ, ড. তবারক হোসেন।
ফারহানা আহমদ এবং মাসুদ করিমের উপস্থাপনায় দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্ঠশিল্পী নবেল চৌধুরী, তাজনীন সোহানা মৌসুমী, ফারহানা জয়, তাহমিনা আক্তার চৌধুরী, সুমাইয়া আহমেদ হৃদি সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাহবুব রব চৌধুরী, এম আর চৌধুরী রেশাদ, সাদ চৌধুরী, নুরুল ইসলাম, অধ্যাপক আতাউর রহমান, রিফাত চৌধুরী, মিলাদ চৌধুরী, তায়েফ চৌধুরী, ইমন চৌধুরী, এজাজ খাঁন, মাসরুল হোসেন রিপন, আমিনুর চৌধুরী বাবু, আহমেদ হোসেন লনি, মোহাম্মদ আলী শাওন, আকিব মুহাম্মদ তফাদর, রেদওয়ান রাসেল, আব্দুল মালেক, জুয়েল আহমদ, বাবলু চৌধুরী, সালাউদ্দিন আহমদ, মতিউর রহমান, আব্দুল ছাত্তার, এম.এ. আজিজ, আবু জহির মুহাম্মদ, সাকিব, খালেদ হোসেন, আরিফুল হক চয়েস, মনছুর আহমদ, সোহেল ইবনে ইসহাক, মোহাম্মদ হোসেন, সাঈদ আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল মান্নান প্রমুখ।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৯/আরাফাত