যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বৃহস্পতিবার (১১ এপ্রিল) নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে স্বাগত জানান।
কনস্যুলেটে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন। কনস্যুলেটের আওতাধীন বিপুলসংখ্যক প্রবাসীর কনস্যুলেট কর্তৃক আন্তরিকতার সাথে সেবা প্রদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণের প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী রাসেল কনস্যুলেট-এর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবাপ্রার্থী অপেক্ষমাণ প্রবাসীদের সাথে কথা বলেন। এসময় তাদের অনেকের হাতে বাংলাদেশের পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার ডকুমেন্ট হস্তান্তর করেন।
সেবাপ্রার্থী প্রবাসীরা সাম্প্রতিককালে কনস্যুলার সেবার মানের ব্যাপক উন্নতির কথা প্রতিমন্ত্রীকে জানান। এসময় প্রতিমন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে যে অভাবনীয় সাফল্য অর্জিত হওয়ার কথা উল্লেখ করেন।
এসময় নিউইয়র্কে ক্রীড়া ও যুব উন্নয়নের সাথে সম্পৃক্ত স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা এবং বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতিসংঘে ইয়ুথ ফোরাম-২০১৯ এর সম্মেলনে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম