বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা ভাষাভাষীদের ‘শুভ নববর্ষ’ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
শুক্রবার (১২ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মরগ্যান অরটেগাস প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকার জনগণ এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সারাবিশ্বের বাঙালিদের নতুন বছরটি আনন্দ আর উৎসবমুখর হবে বলে আশা করছি।’
বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে বাঙালিরা নতুন বছরকে বর্ণাঢ্য উৎসবে বরণ করবেন। এর মধ্য দিয়ে বাংলা ভাষা আরও ঐতিহ্যমন্ডিত সংস্কৃতির জয়গান ধ্বনিত হবে।
এমন আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুদীর্ঘ ইতিহাসের প্রতিফলন ঘটবে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সম্পর্ক আরও মজবুত হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম