ইতালি বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোমের সিনিয়র সাংবাদিক শামীম কবিরকে বিদায় সংবর্ধনা দিয়েছে ইতালি বাংলা প্রেস ক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রোমের তরপিনাতারাস্থ “রসই” রেষ্টুরেন্টে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম.ডি. রিয়াজ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইতালী বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা ইসলাম, জাসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এ্যাড. আনিসুউজ্জামান, সদস্য আরিফুল হক, বৃহত্তর সিলেট সমিতির সাবেক সভাপতি জালাল উদ্দিন, আবুল খায়ের, কমিউনিটি নেতা শামসুল ইসলাম, চ্যানেল এস দর্শক ফোরাম ইতালি শাখার সাধারন সম্পাদক নাদিম মাহামুদ সহ আরো অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংকার সমিতির রোমের সভাপতি জি এম ওমর ফারুক, সিনিয়র সহ সভাপতি ওসমান সর্দার সোহেল, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।
বিদায়ী ভাষণে শামীম কবীর আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি তার ইতালি জীবনের দীর্ঘ দিনের সহকর্মী ও ইতালী বাংলা প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
সংগঠনের সভাপতি তাঁর বক্তব্যে শামীম কবীরের সাথে পুরনো কর্মজীবনের স্মৃতিচারণ করেন। কর্মক্ষেত্রে শামীম অগ্রজের ভূমিকা পালনের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/হিমেল