কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষক মাওলানা হুসাইন মুহাম্মদ নাইমুল হক বলেছেন, চট্টগ্রাম জামেয়া দারুল মা' আরিফ আল ইসলামিয়ার সহকারী পরিচালক ও আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়ন সদস্য ড.মাওলানা জসিম উদ্দিন নদবী (র:) ছিলেন পরিচ্ছন্ন অন্তরের একজন অনন্য ও উদ্যমী ইসলামী চিন্তাবিদ ও সফল শিক্ষাবিদ।
কাতার আল নূর কালচারাল সেন্টার আয়োজিত মাওলানা জসিমউদ্দিন নদবী (র:) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গত ১২ এপ্রিল শুক্রবার বাদ মাগরিব দোহার বিন যাইদ সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলনূর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। সালেহ নূরুন্নবী ও জিয়াউদ্দিন ফাহাদের যৌথ উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ হারুন, গোপালগঞ্জ সমিতির সভাপতি হাফেজ হাসিবুর রহমান, দোহা এরাবিয়ান এক্সচেঞ্জের ব্যবস্থাপক নূরুল কবির চৌধুরী।
আলোচনায় অংশ নেন কাতার বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা আবু তালেব ও আলনূর গবেষণা পরিচালক অধ্যাপক আমিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন আল নূর সমাজ কল্যাণ সহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন