জার্মানির রাজধানী বার্লিনের একটি মিলনায়তনে লেখক ও শিক্ষাবিদ জোসেফ আলকাটুট এর লেখা ‘উইদাউট প্রোসেস’ কিংবা ‘ওহনে প্রসেস’ শিরোনামে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ছিলেন উপস্থিত।
এসময় বইটির বিষয়বস্তু সম্পর্কে লেখক, গোইটিংগন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জোসেফ আলকাটুট বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে জড়িত শুধু মুসলমানরাই। এমন অপব্যাখ্যা দিয়ে কোনো রকম বিচারিক ব্যবস্থা ছাড়াই তৃতীয় বিশ্বের নিরপরাধ মুসলমানদের ওপর মার্কিন ও পশ্চিমা দেশগুলো যেভাবে নির্যাতনের ধারাবাহিকতা বজায় রেখেছে সেসব বিষয়গুলোই বইটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এসময় তিনি কিউবায় মার্কিনিদের নির্মিত গুয়ান্তোনামো বে এর জেলে বন্দী অসহায় নিরপরাধ সকলকে মুক্তির আহ্বান জানান। আন্দ্রিয়াস শুইলার এর পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে সর্বস্তরের সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন