
শিরোনাম
- আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল, অনেকে হতাহত
- জেন-জি আন্দোলন : নেপালে নিহত বেড়ে ৩০
- রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর
- যুক্তরাজ্যে সফররত ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
- বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস
- সাফারি পার্কে পেছন থেকে সিংহের আক্রমণ, পরিচর্যাকারী নিহত
- জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের
- অস্থিরতার সুযোগে নেপালে জেল থেকে পালিয়েছে ১৩৫৭২ বন্দি
- বিসিএস পরীক্ষার নিরাপত্তায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- অবৈধ অভিবাসন রোধে ইইউ’র সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বৃহস্পতিবার
- রুশ ড্রোনের অনুপ্রবেশ, ন্যাটোর অনুচ্ছেদ ৪ প্রয়োগের আহ্বান পোল্যান্ডের
- ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত তরুণরা
- সিরাজগঞ্জে জাল টাকাসহ কারবারি আটক
- বগুড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নে মতবিনিময়
- ৩৩ বছর পর বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন বৃহস্পতিবার
- চালু হলো নেপালের ত্রিভূবন বিমানবন্দর
- ডাকসুর ভোট জাতীয় নির্বাচনে প্রতিফলন করবে না : মান্না
- ম্যাক্রোঁর পদত্যাগ দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ
বঙ্গ সম্মেলন নিয়ে নিউইয়র্কে ‘কিক-অব বাংলাদেশ’
এনআরবি নিউজ, নিউইয়র্ক
অনলাইন ভার্সন

কলকাতার বাঙালিদের ‘বঙ্গ সম্মেলন’-এ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্তির তথ্য জানালেন সম্মেলনের কর্মকর্তারা। আগামী বছর নেভাদা অঙ্গরাজ্যে লাস ভেগাসে অনুষ্ঠিত হবে ‘চল্লিশতম বঙ্গ সম্মেলন’। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে
এ আয়োজন করবে বঙ্গ সংস্কৃতি সংঘ।
বঙ্গ সম্মেলন নিয়ে নিউইয়র্কে ২৮ জুন অনুষ্ঠিত হয় ‘কিক-অব বাংলাদেশ’। এবারের বঙ্গমেলা হবে আরিজোনায় ৭-৮ সেপ্টেম্বরে। এর সভাপতি হচ্ছেন বাংলাদেশের বাঙালি মাহবুব রেজা রহিম এবং সেক্রেটারি ভারতীয় বাঙালি সংঘ মিত্র।
নিউইয়র্কে ‘কিক অব বাংলাদেশ’ অনুষ্ঠানের বক্তারা বলেন, বঙ্গ সম্মেলনের সবচেয়ে বড় মঞ্চটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হচ্ছে। এই মঞ্চে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বঙ্গবন্ধুকে উপস্থাপন করা হবে। নাচ, গান, আবৃত্তি, অভিনয় ও কথামালায় বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ এ পরিবেশনায় অংশ নেবে দেশ ও প্রবাসের শতাধিক শিল্পী। এতে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, কথাসাহিত্যিক আনিসুল হক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি সঙ্গীতশিল্পী অনিন্দিতা কাজী, জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদ, অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন, আলোকচিত্রী নাসির আলী মামুন, বঙ্গ সংস্কৃতি সংঘের উপদেষ্টা প্রবীর রায়, সভাপতি দিলীপ চক্রবর্তী, বঙ্গ সম্মেলন লাস ভেগাস ২০২০-এর আহ্বায়ক মিলন আওন ও বঙ্গ সম্মেলনের সহযোগী বাংলাদেশি প্রতিষ্ঠান বায়েস্কোপ ফিল্মসের সিইও ডা. রাজ হামীদ।
প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মনজুর আহমদ, নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস, অভিনয়শিল্পী রেখা আহমেদ, সঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা নূর, ব্যান্ড দল মাইলসের কি-বোর্ডিস্ট মানাম আহমেদ, অভিনয়শিল্পী টনি ডায়েস, মোজেজা আশরাফ মোনালিসা, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস, আবৃত্তিশিল্পী শাহীন তরফদার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেক-আপ আর্টিস ম. ম. জসীম, সঙ্গীত শিল্পী তানভীর তারেকও শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী।
অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্র সঙ্গীতের ফিউশন দিয়ে। এর সাথে ফ্যাশন শো-তে অংশ নেন দেশী-বিদেশী ছয়জন মডেল। পরিচালনা করেন ডিজাইনার পিয়াল হোসেন। এরপর বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস বাফা’র শিল্পীরা রবীন্দ্র ও নজরুলের গানে দুটি নাচ পরিবেশন করেন। গান পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহ মাহবুব ও শেখ নীলিমা শশী। এরপর তানভীর শাহীন গেয়ে শোনান হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান। সেতার পরিবেশন করেন মোর্শেদ খান অপু। তাকে তবলায় সহযোগিতা করেন তপন মোদক।
বিডি প্রতিদিন/ফারজানা
এই বিভাগের আরও খবর