'এসো হাত ধরি সুন্দর সমাজ গড়ি' এই স্লোগানকে বুকে ধারণ করে এক ঝাঁক তরুণ মেধাবীদের সমন্বয়ে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসী একত্রিত হয়ে একটি সামাজিক সংগঠনের গোড়াপত্তন করেছেন।সংগঠনটির নাম 'ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইন সাউথ কোরিয়া (বিসিএসকে)'।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গত রবিবার উইজংবু শহরে বিদেশি সহায়তা কেন্দ্রের হলরুমে পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইন সাউথ কোরিয়া'র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বাংলাদেশ-কোরিয়া অ্যাসোসিয়েশন (বিকেএ) এর সভাপতি ও বিসিএসকে'র প্রধান উপদেষ্টা মোমেন ইয়াং।
পূর্ণাঙ্গ কমিটি নিচে দেয়া হলো-
উপদেষ্টা পরিষদ:-
মোমেন ইয়াং
আবদুল বায়েছ
কাজী শাহ আলম
জুয়েল আহমেদ মোল্লা।
কার্যকরী পরিষদ:-
সভাপতি- নওশাদ লী মেজরস
সিনিয়র সহ-সভাপতি- সাব্বির আহমেদ
সহ-সভাপতি- আব্দুল হান্নান
সহ-সভাপতি- শাহাদাত ভূঁইয়া
সহ-সভাপতি- আনোয়ার
সহ-সভাপতি - আরিফ ভূঁইয়া
সাধারণ সম্পাদক আব্দুল আলীম
যুগ্ম সাধারণ সম্পাদক- রাব্বি খাঁন
যুগ্ম সাধারণ সম্পাদক - অভিজিৎ সরকার
যুগ্ম সাধারণ সম্পাদক - শাহাদাত রুবেল
যুগ্ম সাধারণ সম্পাদক - সোহেল রানা
সাংগঠনিক সম্পাদক - আরিফুর রহমান
সহ-সাংগঠনিক সম্পাদক - সুমন পাল
ছাত্র/ছাত্রী বিষয়ক সম্পাদক - তারিকুল ইসলাম আপন
প্রচার সম্পাদক - তাজুল ইসলাম
সহ প্রচার সম্পাদক - সোহাগ
অর্থ সম্পাদক - মনির হোসাইন
সহ অর্থ সম্পাদক - আশরাফুল হক
ক্রীড়া সম্পাদক - ফাহাদ
সাংস্কৃতিক সম্পাদক - রতন কুমার সরকার
দপ্তর সম্পাদক - মোখলেস উদ্দিন তাজুল
সমাজ কল্যাণ সম্পাদক - রিপন আক্কাস
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক - স্বাধীন
শিক্ষা ও গবেষণা সম্পাদক - রেজাউল করিম
মহিলা সম্পাদিকা - সামিয়া হোসাইন ঝর্না
সম্মানিত সদস্য:
রাইসুল ইসলাম রাসেল
রিপন সরকার
নয়ন খান
তৌফিক
কাজী সাইফুল ইসলাম সাগর
মোস্তাফিজুর রহমান
তৌহিদুল ইসলাম তুহিন
দেলোয়ার
কাউছার
উপদেষ্টা মোমেন ইয়াং বলেন, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থেকে সেতুবন্ধনে আবদ্ধ করবে এই সংগঠনটি।
সভাপতির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে লী মেজর বলেন, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীদের কল্যাণে কাজ করে যাব।
সাধারণ সম্পাদক আলীম বলেন, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশে দুস্থ অসহায় ও গরিবদের সহায়তায় কাজ করে যাব।
বিডি প্রতিদিন/আরাফাত