জাতীয়তাবাদে বিশ্বাসী মালয়েশিয়ায় অবস্থানরত চান্দিনা উপজেলা প্রবাসীদের নিয়ে গঠিত হতে যাচ্ছে প্রবাসী চান্দিনা উপজেলা বিএনপি মালয়েশিয়া শাখা।
এ উপলক্ষে এক মতবিনিময় সভা রবিবার বিকাল ৫ টায় রাজধানী কুয়ালালামপুরের রাজধানী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক আনোয়ার পারভেজের সভাপতিত্বে ও আব্দুল জলিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলী হোসেন, রুবেল হোসেন, আবু বকর, জসিম, নাছির, শামীম, মিনহাজ, মশিউর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হবে। এ সময় চান্দিনা উপজেলা বিএনপি ও মালয়েশিয়া শাখা বিএনপিকে সর্বাত্মক সহযোগিতার সংকল্প ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে চান্দিনা উপজেলা বিএনপি’র সাবেক সাবেক সভাপতি প্রয়াত খোরশেদ আলমের আত্মার মাগফেরাত কামনা ও বর্তমান সভাপতি আতিকুল আলম শাওনের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মতবিনিময় সভায় চান্দিনা উপজেলার বিপুল সংখ্যাক প্রবাসী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম