১৩ জুলাই, ২০১৯ ১০:০৪

ড. হালিদাকে 'বামানা'র সম্মাননা

এনআরবি নিউজ, নিউইয়র্ক

ড. হালিদাকে 'বামানা'র সম্মাননা

ড. হালিদা হানুম আকতারকে সম্মাননা প্রদান করলো ‘বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’ (বামানা)। চিকিৎসা বিজ্ঞানে ও মানবতার কল্যাণে অসাধারণ অবদানের জন্যে তাকে এ সম্মাননা দেয়া হয়। 

উল্লেখ্য, ২০০৬ সালে ড. হালিদাকে জাতিসংঘ জনসংখ্যা অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে অবদানের জন্যে।

ওয়াশিংটন মেট্রো এলাকায় বসবাসরত ড. হালিদা সচেষ্ট রয়েছেন নারী ক্ষমতায়নে। রংপুরে তার প্রতিষ্ঠিত ও পরিচালিত এনজিও ‘সোসাইটি ফর হেলথ প্রমোশন লিঙ্ক’ থেকে প্রতি বছর কমপক্ষে গ্রামাঞ্চলের উদ্যমী ১৫০ জন নারীকে মাতৃসদনে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 

মিশিগানের ডেট্রয়েট সিটিতে ৭ জুলাই পর্যন্ত ৩ দিনব্যাপী কানাডা ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ড. এ এফ এম জিয়াউল হককেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ‘আজীবন সম্মাননা’ পুরস্কার দেয়া হয় ড. ধীরাজ শাহকে।

এবারের সম্মেলনে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। সামনের বছরের ৪০তম সম্মেলন টেক্সাস অঙ্গরাজ্যে ডালাস নগরীতে আয়োজন করা হবে।
 
বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর