লন্ডনে চিত্রশিল্পী মৌনী মুক্তা চক্রবর্তীর একক চিত্রকর্ম প্রর্দশনী ‘Tribeni: The Rhytham of water’ উদ্বোধন করেছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
পহেলা নভেম্বর লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে তিনি মাসব্যাপী এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিলেতের অন্যতম প্রধান বাংলা কবি শামীম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তীসহ আরো অনেকে।
লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেট এবং কুইনমেরি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এ সিজন অব বাংলা ড্রামার অংশ হিসেবে আয়োজিত এই প্রদর্শনীতে থাকছে চিত্রশিল্পী মৌনী মুক্তা চক্রবর্তীর চল্লিশটি চিত্রকর্ম। এই প্রদর্শনী শেষ হবে ২৪ নভেম্বর।
প্রদর্শনী উদ্বোধন করে চিত্রকর্মগুলো ঘুরে দেখেন অতিথিরা। এসময় আসাদুজ্জামান নূর বলেন, মৌনি মুক্তা’র চিত্রকর্মে এক ধরনের সংগীত আছে। ছবির বিষয়বস্তু, রঙ্গ এবং উপস্থাপন সবগুলোর মিশেলে এক সংগীতের অনুভব হয়। ব্রিটেনের মতো ব্যস্ত জীবনে থেকে এই শিল্পকর্ম, যে শিল্পকর্মে বাংলাদেশ ফুটে উঠেছে এবং ব্রিটেনের মূলধারায় এই ছবির উপস্থাপনের জন্য নি:সন্দেহে মৌনি মুক্তা প্রসংসার দাবিদার।
আগামী ১৭ নভেম্বর রবিবার বিকাল ৫টায় থাকছে Tribeni: The Rhytham of Water, live blend of music and arts শিরোনামে লাইভ আর্ট এবং প্রাচ্য এবং পাশ্চাত্যের সংগীত পরিবেশনা। নদীভিত্তিক শিল্প ও সাহিত্য বিষয়কে উপজীব্য করে অসীম চক্রবর্তীর রচনা এবং পরিচালনায় লাইভ আর্ট এন্ড মিউজিক এক্সপেরিমেন্টাল শো-এর মঞ্চায়নে সঞ্চালনা করবেন নাজিম অর্বাচীন, লাইভ আর্ট করবেন মৌনি মুক্তা চক্রবর্তী এবং সঙ্গীত পরিবেশন করবেন তৃষা ভট্টাচার্য এবং গ্যারি কাফলান। অনুষ্ঠানটির শিল্প-পরিকল্পনায় ছিলেন সুদীপ চক্রবর্তী এবং সার্বিক তত্ত্বাবধানে সত্যব্রত দাশ স্বপন।
উল্লেখ্য, চিত্রশিল্পী মৌনী মুক্তা চক্রবর্তী ২০১২ সালে শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফাইন আর্টসে গ্রেডুয়েশন এবং মাস্টার্স শেষ করে একই ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন। ২০১৩ সালে স্থায়ীভাবে বসবাসের জন্য লন্ডনের উদ্দেশে যাত্রা করেন এবং ধীরে ধীরে সেখানে ফ্রি ল্যান্স আর্টিস্ট হিসাবে কাজ শুরু করেন।
এ যাবৎ পর্যন্ত মৌনী মুক্তা চক্রবর্তী বেশ ক’জন আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন এবং তার আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে বাংলাদেশের বহু প্রদর্শনীতে। তবে লন্ডনে এটাই তার প্রথম প্রদর্শনী।
বিডি প্রতিদিন/হিমেল