১৬ নভেম্বর, ২০১৯ ১২:৩৬

সাংবাদিক সরকার কবির উদ্দিনের একমাত্র ছেলের অকাল মৃত্যু

অনলাইন ডেস্ক

সাংবাদিক সরকার কবির উদ্দিনের একমাত্র ছেলের অকাল মৃত্যু

সন্তানের নামাজে জানাজা শেষে উপস্থিত সবার সাথে কথা বলছেন সাংবাদিক সরকার কবীর উদ্দিন।

ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ম্যানেজিং এডিটর ও কিংবদন্তি বেতার, টিভি ব্যক্তিত্ব সরকার কবির ঊদ্দিন ও নিশাত কবিরের একমাত্র ছেলে শেখ ইরফান কবির উদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার ম্যারিল্যন্ডে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর এর প্রাক্তন ইমাম ইরফান কবির একজন অত্যন্ত বিচক্ষণ ও আধুনিক চিন্তা-ভাবনা সম্পন্ন ইসলামি চিন্তাবিদ ছিলেন। তার অসাধারণ বয়ান যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এমনকি অন্যান্য দেশেও বিশেষ সমাদৃত হয়। 

ইরফানুল কবিরের অকাল মৃত্যুতে ম্যারিল্যান্ডসহ ডিসি এলাকায় শোকের ছায়া নেমে আসে। সরকার কবির পরিবারের জন্য এই শোক ছিল অত্যন্ত ভয়াবহ, কারণ মাত্র ক’মাস আগেই তাদের ছেড়ে গেছেন সরকার ফিরোজ উদ্দিন।

শুক্রবার জুমার নামাজের পর ম্যারিল্যান্ডের ওয়েন ব্রাউন ইন্টারফেইথ সেন্টারে শেখ ইরফান কবির উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যাতে আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধবসহ ভয়েস অব আমেরিকা পরিবারের অনেকেই যোগ দেন। নামাজে জানাযায় হাজার মানুষের সমাগম হয়।

সরকার কবির উদ্দিন ও তার স্ত্রী নিশাত কবির সবার কাছে তাদের ছেলের রুহের মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন। 

ইরফান কবিরকে ম্যারিল্যন্ডের কলম্বিয়াতে দাফন করা হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর