১৭ নভেম্বর, ২০১৯ ১২:২৫

কাতারে জুড়ি-বড়লেখা জাতীয়তাবাদী ফোরামের নির্বাচনী ফরম বিতরণ

কাতার প্রতিনিধি

কাতারে জুড়ি-বড়লেখা জাতীয়তাবাদী ফোরামের নির্বাচনী ফরম বিতরণ

কাতার বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচনী ধারাকে অব্যাহত রেখে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে কাতারস্থ  জুড়ি-বড়লেখা জাতীয়তাবাদী ফোরামের দ্বিতীয় মেয়াদে নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ করার পর আনুষ্ঠানিকভাবে পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের মাধ্যমে তৃণমূলের পছন্দের নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চায় নির্বাচন কমিশন। 

এ প্রক্রিয়া সম্পাদন করতে নির্বাচন কমিশন গত ১৪ নভেম্বর  রাজধানীর ঘরোয়া রেস্টুরেন্টে মনোয়য়নপত্র বিতরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে। 

প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপি’র সভাপতি মো: আবু ছায়েদ।

বিশেষ অতিথি ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও জুড়ি-বড়লেখা জাতীয়তাবাদী ফোরামের সাবেক প্রধান উপদেষ্টা, বর্তমান মৌলভীবাজার জেলা বিএনপি’র উপদেষ্টা শরিফুল হক সাজু ও কাতার বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক আমিনুল হক।

এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য  কমিশনারদের মধ্যে উপস্থিত ছিলেন আব্বাস উদ্দিন, জমির উদ্দিন,আজাদ উদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রহিম ও সবেক সাধারণ সম্পাদক সাইন উদ্দিন রুহেল।  

প্রথম দিনে পাঁচটি পদে মনোনয়ন ফরম ক্রয় করেন ১৬ জন নেতা।  কমিশন নির্বাচনে অংশগ্রহণকারী সকলের সুবিধাজনক সময়ে নির্বাচনের দিন-ক্ষণ ঠিক করে মিডিয়ার মাধ্যমে তা জানিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। চার শতাধিক ভোটার এ নির্বাচনের অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করে কমিশন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর