১৯ নভেম্বর, ২০১৯ ১৩:৪৯

ভাইরাল হওয়া ছাত্রলীগের সেই সাবেক নেতার দায়িত্ব নিতে চান কাতার প্রবাসী

কাতার প্রতিনিধি

ভাইরাল হওয়া ছাত্রলীগের সেই সাবেক নেতার দায়িত্ব নিতে চান কাতার প্রবাসী

কাতার প্রবাসী রাজীব ও মোতাহার হোসেন রানা

আওয়ামী লীগের দুর্দিনের কর্মী মোতাহার হোসেন রানা। ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল ও মীরসরাই থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ৯০-এ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম কাতারের নেতা ছিলেন মোতাহার হোসেন রানা। 

সম্প্রতি মীরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুরাতন শার্ট পরে অনেকটা অসহায়ের মতো চেয়ারে বসা মোতাহার হোসেন রানার ছবি সামাজিক যোযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর পরপরই আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মোতাহার হোসেন রানার ছবি দিয়ে  ফেসবুকে বেশকিছু স্ট্যাটাস দেন। তুলে ধরেন তার দুর্দিনের কথা। 

এদিকে, দলের এ নিবেদিত কর্মীর পাশে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন কাতার প্রবাসী ও কাতার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোল্লা মোহাম্মদ রাজ রাজীব।

মোতাহারের পরিবারের জন্য আগামী ১০ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে দিতে চান রাজীব। শুধু তাই নয়, ১০ বছর মেয়াদ শেষ হলে তাকে এককালীন কিছু অর্থ প্রদান করবেন বলে কাতার প্রবাসী সাংবাদিক আমিন বেপারীর কাছে জানিয়েছেন রাজীব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আল আমিনের মাধ্যমে এ টাকা প্রদান করা হবে।

 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর