২১ নভেম্বর, ২০১৯ ১৩:৫২

নিউইয়র্কে স্মরণ-সভায় ভাসানীর চেতনা ছড়িয়ে দেয়ার সংকল্প

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

নিউইয়র্কে স্মরণ-সভায় ভাসানীর চেতনা ছড়িয়ে দেয়ার সংকল্প

অতিথিবৃন্দকে মঞ্চে নিয়ে সূচনা বক্তব্য দেন আলী ইমাম। ছবি : এনআরবি নিউজ।

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে এক আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধায় উল্লেখ করেন, বিশ্বমানবতার মুক্তির লক্ষ্যে চলমান আন্দোলনে তার খুব বেশি প্রয়োজন ছিল। তার মত বিশাল হৃদয়ের নেতৃত্বের অভাব প্রতিটি সমাজেই পরিলক্ষিত হচ্ছে। ক্ষমতার বাইরে থেকে ক্ষমতার রাজনীতি করা নেতার এক অনন্য উদাহরণ হচ্ছেন মওলানা ভাসানী। প্রকৃত অর্থে তিনি ছিলেন নেতাদের নেতা। 

হোস্ট সংগঠন ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন’র সভাপতি সৈয়দ টিপু সুলতানের সভাপতিত্বে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে এই আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলী ইমাম শিকদার। 

ভাসানীর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন- আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান সালু, লেখক-অধ্যাপক দেওয়ান শামসুল আরেফিন, সাংবাদিক মঞ্জুর আহমেদ এবং মঈনুদ্দিন নাসের, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, বিএনপি সমর্থক ফোরামের ড. শওকত আলী, কলামিস্ট জয়নাল আবেদীন, ফোবানার একাংশের স্টিয়ারিং কমিটির নেতা মোহাম্মদ হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সেক্রেটারি ফখরুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, সাংবাদিক ইমরান আনসারী প্রমুখ। 

বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন- বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, সালেহ চৌধুরী, আহসান হাবিব, ডা. ফারুক আজম, আব্দুস সামাদ আজাদ, কৃষিবিদ আশরাফুজ্জামান, শাহানারা রহমান প্রমুখ। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর