বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বাংলাদেশের মতো বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে নেয়া হয়েছে নানা কর্মসূচি। এরই অংশ হিসাবে সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উৎসব টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
বাংলাদেশ দূতাবাস রিয়াদের পৃষ্টপোষকতায় রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় টুর্নামেন্টটি পরিচালনা করছে গ্রিন বাংলা ক্রিকেট টিম। এতে অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ছয়টি দল।
শুক্রবার রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ১নং গ্রাউন্ডে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উৎসব টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকী, মিনিস্টার ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক এস এম আনিসুল হক, কাউন্সিলর (শ্রম কল্যাণ) মো. মেহেদী হাসান, প্রেস সচিব ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ কমিউনিটি নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশ নিয়েছে আইসিসির সহযোগী প্রতিষ্ঠান সৌদি ক্রিকেট সেন্টার অনুমোদিত রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ৬টি টিম বেঙ্গল ওয়ারিওরস, বাংলা লায়ন, হিন্দুস্তান ফাইটার্স, পাক কালান্দার্স, কাশমিরী লিজেন্ড এবং রিয়াদ ক্রিকেট এলিভেন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ৩টি ম্যাচ মাঠে গড়ায়। রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ১নং গ্রাউন্ডে মুখোমুখি হয় বেঙ্গল ওয়ারিওরস ও বাংলা লায়ন। এতে বাংলা লায়নের বিপক্ষে ২৮ রানের জয় পায় বেঙ্গল ওয়ারিওরস। ২নং গ্রাউন্ডে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাক কালান্দার্সকে হারিয়ে ৩ রানে জয় তুলে নেয় হিন্দুস্তান ফাইটার্স এবং ৩ নং গ্রাউন্ডে রিয়াদ ক্রিকেট এলিভেনের বিপক্ষে খেলতে নেমে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাশমিরী লিজেন্ড’রা। নানা সীমাবদ্ধতা থাকা সত্বেও টুর্নামেন্টটি সুন্দরভাবে শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ আয়োজক সংগঠন গ্রিন বাংলা ক্রিকেট টিম।
প্রবাসের মাটিতে বিশেষ করে মরুর দেশ সৌদি আরবে এমঅন একটি আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে রিয়াদের আওয়ামী পরিবার, অংশগ্রহণকারী টিম এবং কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসীরা।
মার্চের শেষ সপ্তাহে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে লীগ পদ্ধতিতে শুরু হওয়া এই টুর্নামেন্টের।
বিডি প্রতিদিন/এনায়েত করিম