ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি নিয়ে লেবানন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল যাত্রা শুরু করেছ। বাংলাদেশের দূতাবাসের আন্তরিক প্রচেষ্টায় সকল আনুষ্ঠিকতার পর অবশেষে যাত্রা শুরু করল লেবানন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।
বাংলাদেশ ও লেবাননের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া এবং উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পারিক সম্পর্কের উন্নয়ন, তথ্য বিনিময়, বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ সম্পর্কে পরামর্শ প্রদান এবং সর্বোপরি উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে এ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্র সানাইয়াতে অবস্থিত বিবি হাউজে লেবানিজ বিনিয়োগকারী বোর্ডের সদস্য, ব্যবসায়ী সম্প্রদায়, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় দুদেশের ব্যবসার সেতুবন্ধন বহুল প্রতিক্ষীত এই বিজনেস কাউন্সিল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবাননের সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লেবানন- বাংলাদেশ পার্লামেন্টারী ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়্যারমান ইয়াসিন জাবের, এমপি এবং বিশেষ অতিথি ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
বিডি প্রতিদিন/এ মজুমদার