সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ‘নিজের বলার মত একটা গল্প’ গ্রুপ। এ প্ল্যাটফর্মের তৃতীয় ব্যাচের সদস্য সি এম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই অষ্টম ব্যাচের সদস্য হাবিবুল্লার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সমন্বিতভাবে স্বকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা বক্তব্য দেন। গ্রুপের এনআরবি কাতারের দায়িত্বরত দূত আলামিন হোসেন।
তারপর পর্যায়ক্রমে সকলে কি করে একজন ভালো মানুষ হবে ও কি করে একজন উদ্যোক্তা হবে এ বিষয়ে আলোচনা করে থাকে।
এসময় মেড ইন বাংলাদেশ-২০২০ কাতার ট্রেড অ্যান্ড বিনিয়োগ এক্সিবিশনে স্বেচ্ছাসেবক হিসাবে এবং গল্প গ্রুপের উপস্থিতিটা তুলে ধরা হয়। পুরো এক্সিবিশনে এ বিষয়ে আলোচনা হয় উদ্যোক্তাদের মাঝে এবং সকলে আশ্বাস দেন আগামীতে বিভিন্ন রকমের সামাজিক কাজে যুক্ত থাকবে তারা।
সমাপনী বক্তব্যে গল্প গ্রুপের দায়িত্বরত আরেকজন দূত শওকত আলী সদস্যদের নেটওয়ার্কিং নিয়ে বক্তব্য উপস্থাপন করেন, সেরা কান্ট্রি হিসেবে কাতারকে নির্বাচিত করায় সকলকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ দেন এবং ঢাকার দ্বিতীয় মহাসম্মেলনের সনদ বিতরণ করেন যৌথভাবে। সেরা তিনজন কন্ট্রিবিউটর সিএম হাসান, হাবিব উল্ল্যাহ, আবু-বক্কর সিদ্দিক। এর মধ্যে স্বপ্নের খামারবাড়ি ইউটিউব চ্যানেলের সৌজণ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠানের কুইজ বিজয়ীতা সাইফুল ইসলামকে রেইনবি বিডি গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
আরো বক্তব্য দিয়েছেন হাবিবুল্লাহ, আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম, গাউসুল আজম শান্ত, আশরাফুল ইসলাম, ফরহাদ হোসেন, কামরুল হাসান, সাহেদ,আরিফ ইসলাম, রাসেল হোসেন মোতালেব, বাবুল হোসেন ও আমিনুল ইসলামসহ আরো অনেকে।
কাতারে দুই দূত শওকত আলী ও আল-আমিন হোসেন এবং সিএম হাসান সম্মিলিতভাবে সকলের প্রোডাক্টগুলো প্রমোট করেন।
সবশেষে নিজের বলার মত একটা গল্প গ্রুপের প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন দূত শওকত আলী।
বিডি-প্রতিদিন/শফিক