বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারিদের জন্যে ওয়ানস্টপ সার্ভিসের পাশাপাশি নানা সুযোগ-সুবিধার তথ্য জানাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যে মায়ামী সংলগ্ন ব্রাউয়ার্ড কাউন্টিতে দিনব্যাপী এক সেমিনার-প্রদর্শনী- বাণিজ্য মেলার আয়োজন করেছে। মেলার পাশাপাশি লারকিন ইউনিভার্সিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক সেমিনার।
১৮ ফেব্রুয়ারি মিরামার সিটির কালচারাল সেন্টারে ‘ডুয়িং বিজনেস উইথ বাংলাদেশ’ (বাংলাদেশের সাথে চুটিয়ে ব্যবসা করো) শীর্ষক বাণিজ্য মেলা এবং ১৯ ফেব্রুয়ারি লারকিন ইউনিভার্সিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সেমিনার।
সর্বশেষ প্রস্তুতি আলোকে এ সংবাদদাতাকে দুদিনব্যাপী বাণিজ্যমেলা এবং আন্তর্জাতিক সেমিনারের তথ্য জানিয়ে অন্যতম হোস্ট ‘বাংলাদেশি আমেরিকান চেম্বার অব কমার্স’র প্রেসিডেন্ট আতিকুর রহমান বলেন, বাণিজ্য মেলা ও সেমিনারে থাকবেন বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করছেন এমন প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে ব্যবসা-বাণিজ্য নিয়ে গবেষণা করছেন এবং খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠানের কর্মকর্তারাও মতামত উপস্থাপন করবেন মেলা ও মেমিনারে।
উল্লেখ্য, এই মেলার মাধ্যমে বিনিয়োগে আগ্রহীদের একটি টিম ভিজিট করবে বাংলাদেশ। সে সময় তারা বাণিজ্য মন্ত্রী, বিনিয়োগ বিষয়ক কর্মকর্তার সাথে বৈঠক ছাড়াও সম্ভাব্য এলাকা সফর করবেন। উল্লেখ্য, ফ্লোরিডাভিত্তিক ৫১ দেশের ব্যবসায়ী-শিল্পপতিগণের সমন্বয়ে গঠিত ‘বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমানের চেষ্টায় শুধু বাংলাদেশে বিনিয়োগ নিয়ে ফ্লোরিডা তথা যুক্তরাষ্ট্রে এ ধরনের বাণিজ্য মেলা ও সেমিনার আর কখনো হয়নি।
মেলার পরদিন ১৯ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশে বিনিয়োগের আলোকে আন্তর্জাতিক সেমিনার হবে মায়ামীর লারকিন ইউনিভার্সিটি অডিটরিয়ামে। বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স এই সেমিনারের আয়োজন করবে। এতে ব্রাওয়ার্ড কাউন্টি এবং বাংলাদেশে বিনিয়োগের সার্বিক পরিস্থিতি ছাড়াও এ দুটি স্থানে কোন কোন সেক্টরে বিনিয়োগে লাভ বেশী তাও পর্যালোচনা করা হবে। এই সেমিনারে অংশ নিতে বাংলাদেশ থেকে আসবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের বিনিয়োগ-বাণিজ্য সম্পর্কিত কর্মকর্তা ছাড়াও থাকবেন আমেরিকায় খ্যাতনামা ব্যবসায়ী-শিল্পপতিরা। সেমিনারের প্রধান অতিথি থাকবেন ব্রাওয়ার্ড কাউন্টির মেয়র ডেল ভি সি হলেন্স। কথা বলবেন লারকিন ইউনিভার্সিটির ডীন ড. মারতি ইকল্স, পাওলা আইজ্যাক ব্রায়া, বালাদেশ দূতাবাসের ইকনোমিক মিনিস্টার মাহবুব হাসান, কমার্স কাউন্সিলর সেলিম রেজা প্রমুখ।
এ দুটি ইভেন্ট ঘিরে ফ্লোরিডাসহ আশপাশে শিল্পপতি-ব্যবসায়ী-আমদানী-রপ্তানীকারকদের মধ্যে বাংলাদেশ নিয়ে নতুন ভাবনা শুরু হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন