পুরান ঢাকার নয়াবাজারে বন্ড চোরাচালানের বিরুদ্ধে অভিযানের সংবাদ সংগ্রহকালে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ওপর ব্যাপক হামলা চালিয়েছে অবৈধ বন্ড সন্ত্রাসীরা। চোরাকারবারি সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও রড নিয়ে এ হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই করে নেয়। ভাঙচুর করে তাদের গাড়ি। নজিরবিহীন এ হামলায় নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে ঘটে যাওয়া এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া। এক বিজ্ঞপ্তিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, দেশের জনপ্রিয় টেলিভিশনের সাংবাদিকদের উপর এমন ন্যাক্কার জনক ঘটনা কোন ভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া সভাপতি মনির বিন আমজাদ, সিনিয়র সহ-সভাপতি আহমেদুল কবির, সহ-সভাপতি শেখ সেকান্দার আলী, সাধারণ সম্পাদক বশীর আহমেদ ফারুক, যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ, শাহাদাত হোসেন, কাজী আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক শাহরিয়ার তারেক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনিরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম ও প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সমীপে অনতিবিলম্বে নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরাপার্সনের উপর হামলাকারী দোষীদের গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানান ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ