প্রবাসে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা আর দেশের অর্থনীতিতে অবদান রাখা যাদের ছিল প্রতিভা, তাদের মধ্যে দু'জন হলেন আলাউদ্দিন আহম্মেদ ও কামাল আহম্মেদ। তারা এখন সে প্রতিবার দারপ্রান্তে। নানা ত্যাগ আর প্রতিকূলতা অতিক্রম করে সততা ও যোগ্যতার সাথে কাজ করে সফলতার কয়েক ধাপ অতিক্রম করেন তারা।
শুরু করেন অরিস্যা কন্ট্রাক্টিং নামের একটি কোম্পানি। ইতোমধ্যে বাংলাদেশি মালিকানা নিয়ে নতুন আঙ্গিকে সফলতার আরেক ধাপে যাত্রা শুরু করল কে এ নিউ অরিসা কন্ট্রাক্টিং নামের বাংলাদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি।
গত শুক্রবার ৭ফেব্রুয়ারী স্থানীয় মানামায় গোল্ড সিটি সংলগ্ন একটি ভবনে ফিতা কাটাসহ নানা আনুষ্ঠানিকতায় এটি উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (অবঃ) মেজর জেনারেল কে এম মমিনুর রহমান।
নতুন এ অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ,বাংলাদেশ সোসাইটি,বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি,তালিমুল কোরআন ,ইয়োথ ক্লাব,বাংলাদেশ আওয়ামীলীগ,জাতীয়তাবাদী দল (বিএনপি)হিন্দু মহাজোট সহ সকল রাজনৈতি অরাজনৈতিক সংগঠন,ব্যাবসায়ী ও সকল শ্রেনী পেশার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এসময় কে এ নিউ অরিস্যা কন্ট্রাক্টিংয়ের পক্ষ থেকে কর্মরত সবাইকে নিয়ে আগত অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান চেয়ারম্যান আলা উদ্দিন আহম্মেদ ও ব্যাবস্থাপনা পরিচালক কামাল আহম্মেদ। কোম্পানির উত্তরোত্তর সফলতা ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন তালিমুল কোরআনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বদরুল আলম।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ