যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার স্থানীয় মানামা দূতাবাস প্রাঙ্গনে উদযাপিত হয় দিবসটি।
নানা কর্মসূচির পাশাপাশি দিন ব্যাপী চলে একুশের আলোকচিত্র প্রদর্শনী। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (অবঃ) মেজর জেনারেল কে এম মমিনুর রহমান জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করেন দিবসের কার্যক্রম।
পরে এক সংক্ষিপ্ত আলোচনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী, সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
রাষ্ট্রদূত শিশুদের সহজে বাংলা ভাষা শেখার জন্য একটি এ্যাপ চালু করেন। পরে এক শুভেচ্ছা বক্তব্যের পর কুইজ এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশ স্কুল এন্ড কলেজের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
সকল শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন দূতাবাসের অনুবাদক মো. আশরাফ। এ সময় এতে উপস্থিত ছিলেন সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। এতে সার্বিক সহযোগিতা করেন দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা