২২ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৩৩

বেলজিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বেলজিয়াম প্রতিনিধি:

বেলজিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বেলজিয়ামে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস ব্রাসেলস। একুশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দূতাবাস কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা   অর্ধনমিতকরণ করেন রাষ্ট্রদূত শাহাদাত হোসেন। 

অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে বেলজিয়াম আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, উপদেষ্টা ড. ফারুক মির্জা, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ চৌধুরী, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, বেলজিয়াম যুবলীগ সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন, কাউন্সিলর মোতাহার হোসেন চৌধুরী, কাউন্সিলর শায়লা শারমীন, মিসেস মির্জা প্রমুখ। 

কবিতা আবৃত্তি করেন কার্যকরী সংসদ সদস্য মিসেস আনার চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন, বেলজিয়াম আওয়ামী লীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন বাবু, সহ-সভাপতি মনির হোসেন,  যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস রাবেয়া জামান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান আলী, শ্রম সম্পাদক ইস্রাফিল হক, কার্যকরী সংসদ সদস্য দিলরুবা বেগম মিলি, সদস্য জামিলাতুন্নেসা   সদস্যা সাবেরা হাছান,আয়েশা, এনট্রপ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহীন মাহমূদ, সদস্য স্বপন প্রমুখ। 

বেলজিয়াম যুবলীগ থেকে উপস্থিত ছিলেন সভাপতি খালেদ মিনহাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান। এছাড়া ছিলেন, জাহিদ হোসেন, আয়েশা আক্তার এবং প্রবাসী বাংলাদেশী এবং বেলজিয়ামের সুধী সমাজ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর