ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে দূতাবাস ভবনের প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রদূত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভাষা শহীদদের স্মরণে পর্যায়ক্রমে সাংবাদিক, রাজনৈতিবিদ, সামাজিক, আঞ্চলিক সমিতিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।
তবে সে সময় লক্ষ্য করা গেছে রাষ্ট্রদূত, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনেকেই জুতা পড়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
বিডি প্রতিদিন/আরাফাত