২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৪৯

বাহরাইনে মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা

বাহরাইন প্রতিনিধি

বাহরাইনে মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা

নানা আয়োজনে বাহরাইনে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে স্থানীয় গুদাইবিয়া বাংলাদেশ সমাজের কার্যালয়ে গত ২১ ফেব্রুয়ারি রাতে স্থানীয় সময় পৌনে ১০ টায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলের সভাপতি মঞ্জুর আহম্মদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাশেম। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ স্কুল এণ্ড কলেজ পরিচালনা পরিষদের পরিচাল ও বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

বাংলাদেশ আওয়ামী লীগের গুদাইবিয়া শাখার সাধারণ সম্পাদক নুরুন্নবীর সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল, আইয়ুব আলী, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক কালাম দেওয়ান, আব্দুল মতিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি অবিনাশ পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোবেল মাহমুদ, যুগ্ন সম্পাদক বিঞ্চু পদদেব।

এছাড়া আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন,বাংলাদেশ সমাজের আজীবন সদস্য আব্দুচ্ছাত্তার,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল দাস,সাধারণ সম্পাদক আলহাজ্ব আমির হোসেন,বৃহত্তর পরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি সেলিম দড়ি, বাংলাদেশ সমাজের সদস্য মোঃ সুমন, জালালাবাদ কমিউনিটির সভাপতি আকতার হোসেন কাঁচা মিয়া, মাদারীপুর জনকল্যাণ পরিষদের সভাপতি মারুপ হোসেন চান মিয়া প্রমুখ।

অতিথিরা ভাষা আন্দোলনে শহীদদের কৃতজ্ঞচিত্তে স্মরন করেন। বক্তারা ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান ও আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এসময় তারা বাংলা ভাষার উপর গুরুত্ব দিয়ে তার সঠিক চর্চা ও তা জাতি সংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি লাভের আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষাংশে ভাষা শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া শেষে এক নৈশভোজের মাধ্যমে দিবসটির সকল আনুষ্ঠানিকতা সমাপ্তি করেন। 


বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর