কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগেরির ম্যাকইওয়ান সেন্টারে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের ছাত্রছাত্রী, এলামনাই ও শিক্ষকবৃন্দ।
এ সময় মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা এবং সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আরবি, হিন্দি, ইংরেজিসহ অন্যান্য ভাষায় জনপ্রিয় বিভিন্ন উক্তি একই পোস্টারে লেখার মাধ্যমে এই দিনটিকে স্মরণ করেন এবং সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যময়তা তুলে ধরেন।
অনাড়ম্বর ব্যতিক্রমী ভাষা দিবসের এই অনুষ্ঠানে বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষাভাষী ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানটি উপভোগ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা