ফ্রান্সে আসন্ন মিউনিসিপ্যালিটি নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেছে ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্স। ইপিএস বাংলা কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল ডি আর লেনিনের পরিচালনায় রবিবার সন্ধ্যায় ওভারবিলিয়েস্হ উদীচী ফ্রান্স সংসদ এর অনুশীলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
ফাতেমা তুজ জোহরা ও মাসুদ আল আজাদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে মিউনিসিপ্যালিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ওভারভিলে থেকে কাউন্সিলর পদপ্রার্থী কিরণময় মন্ডল, প্যারিস ১০ এরিয়া থেকে কাউন্সিলর পদপ্রার্থী এ এ এমডি ফেরদৌস নয়ন, Vigneux sur Seine থেকে কাউন্সিলর পদপ্রার্থী নয়ন এন কে, Argenteuil municipalité এর কাউন্সিলর পদপ্রার্থী আকাশ হেলাল, Ivry Municipalité এর কাউন্সিলর পদপ্রার্থী জুবাইদ আহমেদ, Aulnay-sous-Bois Municipalité থেকে আব্দুল মুনিম জুনেদ এবং Sevran municipalité থেকে কাউন্সিলর পদপ্রার্থী রেজাউল করিম রেজা।
সভায় উপস্থিত ছিলেন উদীচী ফ্রান্স সংসদের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলী দুলাল, উপদেষ্টামণ্ডলীর সদস্য সলিমুল্লাহ সিদ্দিকী রানা, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রায়হান, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স বিসিএফ এর ফাতেমা রিমা এবং মোহাম্মদ নজমুল কবির, সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, এমসি রুমেল ও রাসেল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ইপিএস বাংলা কমিউনিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল মুনিম জুনেদ বলেন, এই শুরুটা আমাদের কমিটির জন্য একটি মাইলফলক। তিনি বাংলাদেশি কমিউনিটির কাছে উনার প্রত্যাশা এবং প্রতিশ্রুতি তুলে ধরেন।
কমিশনার পদপ্রার্থী এ এ এমডি ফেরদৌস নয়ন রাজনীতিতে উনার অন্তর্ভুক্তির কারণ, রাজনৈতিক নির্বাচনী ইশতেহার সবার সামনে তুলে ধরেন। তিনি বাংলাদেশি কমিউনিটির মানুষদের বেশি করে তাদের সামাজিক গণমাধ্যমে প্রচারে সহযোগিতার জন্য আহ্বান জানান। কিরণময় মন্ডল তার বক্তব্যে ফরাসি সমাজে বাংলাদেশিদের ইন্ট্রিগেশন এবং নিজস্ব ভাষা-সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে মর্যাদার সাথে ফ্রান্সের সমাজের অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/শফিক