সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইতালি বিএনপি। রোমের প্রেনেসতিনা মসজিদে এ মক্কিতে আয়োজিত দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক।
সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ন কবির, ইতালি বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান, আবুল কালাম, এডঃকামরুজ্জামান, মইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ, ফিরোজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, রায়হান মোল্লা, আল আমিন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপি নেতা কাশেম পাটোয়ারী, যুবনেতা জাকির হোসেন গনি, মাহামুদুল হাসান, সিরাজ পঞ্চায়েত্ সহ ইতালি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদ এ মক্কির খতিব মুফতি ওয়ালি উল্লা। এ সময় বিএনপির নেতৃবৃন্দ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ