২৪ জুন, ২০২০ ২২:৩৬

মক্কায় সন্তান জন্ম দিলেন করোনা আক্রান্ত বাংলাদেশি নারী

সৌদি আরব প্রতিনিধি

মক্কায় সন্তান জন্ম দিলেন করোনা আক্রান্ত বাংলাদেশি নারী

করোনাভাইরাসে আক্রান্ত এক তরুণ বাংলাদেশি পবিত্র শহর মক্কার হিরা জেনারেল হাসপাতালে সম্প্রতি একটি সন্তানের জন্ম দিয়েছেন। মা ও শিশুটির অবস্থা ভালো।  

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ২৬ বছর বয়সী নারীর এটি দ্বিতীয় সন্তান প্রসব।

হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. হানি হরিরি বলেছেন, নারী করোনাভাইরাস সংক্রমণে ভুগছিলেন। মেডিকেল টিম করোনভাইরাস প্রোটোকলের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কাজটি পরিচালনা করা হয়েছে এবং কোনও সমস্যা ছাড়াই ৩.১১ কেজি ওজনের একটি শিশু ছেলের জন্মগ্রহণ করেছে।  

ডা. আহমেদ কাদিব আলবান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আলা মোতাওয়াল্লি, একজন ফেলোশিপ ডাক্তার এবং নার্স সারাহ মিসফার, নওয়াল খদর রোগীর কাছে উপস্থিত ছিলেন।

হাসপাতালটি গত মাসে এই কোভিড-১৯ রোগীর প্রথম প্রসবের মুখোমুখি হয়েছিল।  

তখন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আল-নাজ্জারের নেতৃত্বে একটি মেডিকেল টিম ২৮ বছর বয়সী সৌদি নারীর প্রসব কাজ সম্পন্ন হয়েছিল।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর