কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব কাতার।
সোমবার রাজধানীর দোহার আল হেলাল দূতাবাসে এই সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি গোলাম ছারওয়ার মিশু, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল গাজি, বাবু খান, সবুজ মিয়া, ওমর শরীফ টিটু, আমিন বেপারী, সিএম হাছান, শাহীদ হোসেন ও প্রিন্স মাহমুদ জুয়েল।
পরে বিদায়ী রাষ্ট্রদূত আসুদ আহমেদকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
কাতারের আইন মেনে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
বিডি প্রতিদিন/কালাম