বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পর্তুগালে শোক সভা ও দোয়া মাহফিল করেছে পর্তুগাল ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইনের সভাপতিত্বে লিসবনে ছাত্রলীগ নেতা শাহীন দর্জির এবং নোমান হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার বাদশা, বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক শাহ আবুল বাসার শুভ। প্রধান বক্তা ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিপলু আহমেদ। বক্তব্য দেন পর্তুগাল যুবলীগ নেতা ইব্রাহীম খলিল শিপল, পর্তুগাল ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সোহাগ, লিকসান মিয়া, আনোয়ার হোসেন ভুইয়া, বিজয় প্রমুখ।
এছাড়াও শোক দিবসের অনুষ্ঠানে ফোন কলে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুখ খান এমপি এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি জয় ও সাধারণ সম্পাদক লেখক।
এই সময় বক্তাগণ জাতির পিতাসহ তার পরিবারের বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবি করেন। আলোচনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষাংশে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্য ও সকল শহীদ, দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/ফারজানা