বৃহস্পতিবার দুপুরে পূর্ব লন্ডনের বেকটন থেকে শিশুসহ অডি কার চুরি হওয়ার খবর টুইটারে ছড়িয়ে পড়ার পর পুলিশ শিশুকে উদ্ধারে তৎপর হয়ে উঠে। পুলিশ জানায় অডি এ থ্রি গাড়িটি সর্বশেষ বেকটন ট্রায়াঙ্গলে দেখা যায়।
কয়েক ঘণ্টা পর পুলিশ জানায় শিশুসহ গাড়িটি নিরাপদে পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত এবং পুলিশের সময় নষ্ট করার জন্য ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে। এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিশেষ করে যারা শিশু সন্তানসহ ঘুরতে কিংবা শপিং করতে বের হন।
নবজাতক শিশু উদ্ধার
এদিকে ব্রার্ডফোর্ডের একটি রাস্তা থেকে তোয়ালেতে মুড়ানো একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ওয়েস্ট ইর্কশায়ার পুলিশ জানিয়েছে শিশুটি নবজাতক বলে মনে করা হচ্ছে। একটি গোলাপী তোয়ালেতে জড়ানো ছিলো।
পুলিশ শিশুটির মাকে খুঁজছে। যাতে সে শিশুটিকে গ্রহণ করে এবং লালন পালন করে। শিশুটি ছেলে না মেয়ে তা প্রকাশ করা হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন