১২ জানুয়ারি, ২০২১ ২২:৩৯

‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে’ যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সমাবেশ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি:

‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে’ যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সমাবেশ

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাযজ্ঞে নেপথ্য গোষ্ঠীকে চিহ্নিত করতে জাতীয় কমিশন গঠনের দাবি জানানোর মধ্য দিয়ে ১০ জানুয়ারি এ দিবস পালিত হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর সভাপতিত্বে ভার্চুয়ালে আয়োজতি এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’ ১৯৭১-ইউএসএ ইনক-এর  সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ। আলোচনা সভায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। 

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের  যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ও ৩ নভেম্বরে নিহত সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

সভাপতির বক্তব্য রাখেন, সভাপতি মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, প্রধান অতিথি ড. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা এম এ সালাম (নিউজার্সি) ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি আব্দুর রহিম বাদশা, সদস্য শেখ আতিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক কলামিস্ট শীতাংশু গুহ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক রানা মাহমুদ, আটলান্টা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভুঁইয়া,  পেনসিলভেনিয়া শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতীক ও সাধারণ সম্পাদক কাজী শামিম, গ্রেটার ওয়াশিংটন শাখার সভাপতি দস্তগির জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নাসরিন আহম্মেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল রতন, দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসেন, ড. দেলোয়ার হোসেন (আলাবামা),  মেগি হালিম (টেক্সাস) প্রমুখ।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর