যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিবস উপলক্ষে দূতাবাস চত্বরে ২৬ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। স্বাগত বক্তব্য প্রদান করেন দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ। মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন আহমেদ মুত্তাকি।
বিডি প্রতিদিন/ফারজানা