পুর্তুগালে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গৌরবোজ্জ্বল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে।
কোভিড-১৯ মহামারীর কারণে পর্তুগিজ সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে দিবসটি ডিজিটাল প্ল্যাটফর্মে দিবসটি উদযাপন করা হয়েছে।
সকালে পর্তুগালের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান দূতাবাসের সকল কর্মকর্তার উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন।
পরে ডিজিটাল জুম প্ল্যাটফর্মের মাধ্যমে “বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গৌরবোজ্জ্বল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী” শীর্ষক এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্তুগালের পার্লামেন্টের সদস্য এবং পার্লামেন্টের পররাষ্ট্র ও পর্তুগিজ কমিউনিটি বিষয়ক কমিটির সদস্য পাওলো নেভেস, লিসবনের বাংলাদেশি অধ্যুষিত সান্তা মারিয়া মাইওরের প্রেসিডেন্ট মিগুয়েল কোয়েলহোসহ পর্তুগালের বিভিন্ন সরকারি এবং রাজনৈতিক, পর্তুগালের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিগণ অনলাইন সভায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা