কুয়েতে বাংলাদেশ দূতাবাস মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উদযাপন করেছে। ২৬ মার্চ শুক্রবার সকালে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামানসহ প্রবাসীরা।
এদিন অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মুজিব কর্নার পরিদর্শন, দোয়া ও মুনাজাত, সুবর্ণজয়ন্তীর কেক কাটা, বাংলাদেশ থেকে পাঠানো বাণীগুলো পাঠ, প্রামাণ্যচিত্র পরিবেশন ও উন্মুক্ত আলোচনা হয়। তাছাড়া কুয়েতে বিভিন্ন হাসপাতালেন অসুস্থ প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাবার বিতরণ করা হয়।
পতাকা উত্তোলনের পর অস্থায়ী স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রদূতসহ দূতাবাস কর্মকর্তা, প্রবাসী কমিউনিটি ও সাংবাদিকরা পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠ করেন যথাক্রমে কাউন্সিলর (শ্রম) আবুল হোসেন, কাউন্সিলর (ভিসা ও পাসপোর্ট) জহিরুল ইসলাম খান, প্রথম সচিব ও দুতালয় প্রধান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ ও দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশ ও জাতি গঠনে বাংলাদেশিদের ভূমিকা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অগ্রণী ভূমিকার ওপর বিশদ আলোচনা করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ