স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাতার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক রবিনুর ইসলাম রবিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ইঞ্জিনিয়ার নাজমুল আলম।
এতে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব আলম শিপন, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা, সানাইয়া শাখার সভাপতি আকিব আল ইসলাম, মুররা শাখার সভাপতি জিকরুল ইসলাম, সেলিম সরকারসহ অনেকেই। পরে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত