১৮ এপ্রিল, ২০২১ ০৯:০৫

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভায় হেফাজতকে নিষিদ্ধ করার দাবি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভায় হেফাজতকে নিষিদ্ধ করার দাবি

‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উপলক্ষে শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এক আলোচনা সভায় হেফাজতকে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

ফাউন্ডেশনের সহ-সভাপতি হাজি জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বলেন, রাজনীতির যাদুকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতাপূর্ণ নেতৃত্বগুণে জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন অত্যন্ত সাফল্যজনকভাবে। কাদের মিয়া উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতা চায়নি-এমন একটি মহলের চেলা-চামুন্ডারা এখন মাঠে নেমেছে হেফাজতে ইসলামের ব্যানারে। এরাও বাংলাদেশের শত্রু। এদেরকে চিহ্নিত করতে হবে একাত্তরের চেতনায়। এবারের মুজিবনগর দিবস সে আহবানেই সমাগত হয়েছে। কাদের মিয়া বলেন, হেফাজতকে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কে জড়িত জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্যে ইতিমধ্যেই আমরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং সিনেট ও কংগ্রেসে স্মারকলিপি দিয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. ইলিয়াস খান, হাজী নুরল ইসলাম বাহার, জহুরুল ইসলাম ইরান, আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক এটি এম মাসুদ, জগলুল হায়াত খান, আশরাফ উল্যা বাবু, নির্বাহী সদস্য এটি এম রানা, রিদুয়ানুল বারী, মো. সিরাজ, মো. আরিফ হোসাইন, মো. হাসান, আকরাম খান, আব্দুল পাশা, মো. হুমায়ুন, মো. হাসান প্রমুখ।

সভাপতির বক্তব্যে হাজী জাফরউল্লাহ করোনায় মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফেরাত এবং আক্রান্তদের দ্রত আরোগ্য কামনা করেন। ইফতারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্তদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা ও শান্তি কামনা করা হয়। 

এছাড়াও হাজী আবুল বশর ভূঁইয়া সংক্ষিপ্ত নোটিশের করোনা স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান সফল করার জন্যে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর