চুয়েট প্রাক্তন শিক্ষার্থীরা সিডনির গ্রেস্ট্যান্টেস কমিউনিটি সেন্টারে ১ মে (শনিবার) ইফতার মাহফিলের আয়োজন করে। সিডনির বিভিন্ন অঞ্চল থেকে ইফতার পার্টিতে শতাধিক চুয়েট এর প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেয়।
কোভিড বিধিনিষেধের কারণে দীর্ঘদিন পর এটি তাদের একটি বড় মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে রমজান ও ইফতারের গুরুত্ব নিয়ে আলোচনার পর পরিবারের সদস্য এবং কোভিড আক্রান্তদের জন্য প্রার্থনা করেন অংশগ্রহণকারীরা।
সুসংহত ইফতার ইভেন্টের জন্য সমস্ত স্বেচ্ছাসেবক এবং সংগঠককে ধন্যবাদ জানায় অংশগ্রহণকারীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার