২৩ জুন, ২০২১ ০৩:২৯

প্যারিসে কাজ থেকে ফেরার পথে বাংলাদেশির ওপর হামলা

ফ্রান্স প্রতিনিধি

প্যারিসে কাজ থেকে ফেরার পথে বাংলাদেশির ওপর হামলা

হামলায় আহত প্রবাসী রেজাউল করিম

ফ্রান্সের প্যারিসে কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে অতর্কিত হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্যারিস-১১ এর ওবারক্যাম্প মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রেজাউল করিম ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও একটি বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফ্রান্স প্রতিনিধি।

এ ব্যাপারে ভুক্তভোগী রেজাউল করিম দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে জানান, ডিউটি শেষে তিনি ওবারক্যাম্প মেট্রো স্টেশনের ভেতরে পাঁচ নম্বর মেট্রোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময়ে অপেক্ষমাণ এক যাত্রী তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে পথচারী-যাত্রীরা পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকেন।

আঘাত ও ঘটনার ধরন দেখে এটিকে ‘বর্ণবাদী হামলা’ বলে শঙ্কা করছেন বাংলাদেশিরা। এদিকে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং স্টেশনের সিসিটিভি ক্যামেরা দেখে অপরাধীকে সনাক্তকরণ ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর