মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এবং পাকাতান হারাপন কোভিড -১৯ মহামারি মোকাবিলায় একে অপরের সাথে কাজ করার বিষয়ে ঐকমত্যে এসেছেন।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ঘণ্টার বৈঠকের পর ইসমাইল সাবরি, পিকেআর সভাপতি দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, ড্যাপ মহাসচিব লিম গুয়ান ইঞ্জ ও আমানাহ সভাপতি মোহাম্মদ সাবু স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতি জারি করা হয়।
এতে বলা হয়, বৈঠকে কোভিড-১৯ সংকট মোকাবিলা, জীবন বাঁচানো, বেকারত্ব এবং আয়ের ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য একটি সাধারণ ভিত্তি খুঁজতে জনগণের এজেন্ডা নিয়ে আলোকপাত করা হয়েছিল।
একটি দায়িত্বশীল ও গঠনমূলক প্রতিষ্ঠান হিসেবে পার্লামেন্টের কার্যকারিতা জোরদার করার জন্য, নির্বাহী বিভাগের উপর চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে কাজ করার জন্য একটি ঐকমত্যও হয়েছে, যাতে এটি আরও স্বচ্ছ হয় এবং জনগণের চাহিদা মেটাতে পারে।
বিবৃতিতে বলা হয়, আমরা কেলুয়ার্গ মালয়েশিয়ার প্রেক্ষাপটে জনগণ ও জাতির জন্য আরও অনুকূল পরিস্থিতি নিশ্চিত করতে বিচারিক স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সুশাসনের গুরুত্বের বিষয়েও একমত হয়েছি।
বিডি প্রতিদিন/এমআই