বহির্বিশ্বে জাতীয় পার্টিকে আগাছামুক্ত করার মধ্যদিয়ে সাংগঠনিক শৃঙ্খলায় আনতে কার্যকর একটি পদক্ষপ গ্রহণ করা হয়েছে। পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ তথ্যা উল্লেখ করে আরও বলেছেন, দুই নেতাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা হলেন, পার্টির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার সাকিব রহমান এবং আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক পারভেজ রহমান। এ দুজন উদ্ভুত পরিস্থিতির আলোকে সংশ্লিষ্ট দেশে যাবেন এবং সরেজমিনে তৃণমূলের নেতা-কর্মীগণের মতামতের ভিত্তিতে কমিটি পুনর্গঠন করবেন। পেছনের দরজায় যারা নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছেন তাদেরকে সরিয়ে দেয়া হবে। সংগঠনকে সামনের দিনে গতিশীল ও আস্থাভাজন নেতৃত্বে অধিষ্ঠিত করতে অধিকতর যোগ্যদের মূল্যায়ন করা হবে।
জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরও বলেন, জাতীয় পার্টি এখন অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টিকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছে। বুকভরা প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে দেশের কোটি কোটি মানুষ। প্রায় ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র তিনটি দল মাঠে আছে। বাকিরা নেতা বা সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হয়েছে। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টি কখনই আপস করবে না।
শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী পার্টি চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলে জি এম কাদের আরো বলেছেন, সাংগঠনিক শৃঙখলা ভঙ্গকারিদের ঠাঁই হবে না পার্টিতে। বৈঠক শেষে ঢাকা থেকে টেলিফোনে নিউইয়র্কে এ সংবাদদাতাকে এসব তথ জানিয়েছেন ওসমান চৌধুরী।
সামনের নির্বাচনে পার্টির কার্যক্রম গতিশীল করতে প্রবাসে এরশাদের সৈনিকদের আন্তরিক সহায়তা চেয়েছেন জি এম কাদের। ‘কারণ, এরশাদ সাহেব ক্ষমতায় থাকাকালে নিউইয়র্ক সফরকালে বিপদগ্রস্ত বহু প্রবাসীকে দ্রততম সময়ে পাসপোর্ট ইস্যু করিয়েছেন। যারা পরবতদীতে প্রেসিডেন্ট রিগ্যানের দেয়া এ্যামনেস্টির আওতায় গ্রীণকার্ড লাভে সক্ষম হন’-বলে উল্লেখ করেন জি এম কাদের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন