জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহীদদের স্মরণে রিয়াদে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক মিনিট নিরবতা পালন ও শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মরণসভার আয়োজন করে সৌদি আরব রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ)।
রিয়াদের ডাইমোরা হোটেলে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাদবর ও নাজিব উল মোবারকের যৌথ সঞ্চালনায় এই স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ন্যানো বিজ্ঞানি ডক্টর রেজাউল করিম মিলন।
এতে প্রধান বক্তা ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলী আকবর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান চৌধুরী ইছাউল্লা, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বশির, শওকত ওসমান চৌধুরী, নন্দ লাল সরকার, আরকান শরীফ, শফিক মিয়া, ওয়ায়েজ মিয়া, ফারুক খান, মান্নান মাদবর, শহিদ মুন্সি, দিদার হোসেন, মোছলে উদ্দিন মানিক ও কালাম মুন্সি প্রমুখ।
সভায় বক্তারা ১৫ আগস্ট ও ২১ আগস্টের মূল কুশীলবদের বিচার দাবি করেন। সভা শেষে শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক